fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বাড়ি ফিরতে হাঁটছে ওরা…দিঘা থেকে মুর্শিদাবাদের পথে পরিযায়ী শ্রমিকের দল

তারক হরি, (ডেবরা) পশ্চিম মেদিনীপুর: সাত সকালে পথে একদল পরিযায়ী শ্রমিকদের হাঁটতে দেখে শালবনির কালীমন্দির এলাকার শিক্ষক তন্ময় সিংহ তাদের পথ আটকে জানতে চান যে, তারা কোথায় যাবে! একটি ছয় বছরের বাচ্চা ও তার মা ছাড়াও আরও পাঁচজন ছিল ওই দলে। তারা জানায় শেষ তিনদিন ধরে হেঁটে এসছে তারা দিঘা থেকে। এরপর তন্ময়বাবু যোগাযোগ করেন পশ্চিম মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহের সঙ্গে।

শালবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ অগ্রণী হয়ে তাদের আটকান আড়াবাড়ি বনের সংলগ্ন একটি টেলিফোন কোম্পানির অফিসের সামনে। ততক্ষণে এলাকার থেকে অতনু সিংহ ও সুদীপ সিংহ বাবু কিছু শুকনো খাবারের ব্যাবস্থা করেন। পরে সন্দীপবাবু চন্দ্রকোনা রোড ফাঁড়ি, শালবনি থানাতে যোগাযোগ করার পাশাপাশি যোগাযোগ করেন পশ্চিম মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ও শালবনি বিডিও সঞ্জয় মালাকারের সঙ্গেও।

পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায় যে,  তারা মুর্শিদাবাদের সুতি ও ধুলিয়ান থানার বাসিন্দা। তারা কোয়ারেন্টাইনের বদলে আবেদন করেন তাদের অন্তত বর্ধমান বর্ডারের কাছাকাছি এগিয়ে দেওয়ার। সেইরকম সাময়িক ব্যবস্থা করে এই দলটিকে সেখানে পৌঁছে দেওয়া হয়। ওখান থেকে তাদের বাড়ির লোকেরা তাদের নিয়ে যাবে বলে জানিয়েছে তারা। এমনি করুণ পরিস্থিতিতে এরকম মানবিক সাহায্য ই কাম্য।

কখন হবে তাদের এই ক্লান্তির অবসান!!!

 

Related Articles

Back to top button
Close