fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ দিল্লিতে, কন্টেইনমেন্ট জোনে বাড়ি গিয়ে সমীক্ষা: অমিত শাহ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতে ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে দিল্লির অবস্থা। কিছুদিন আগে দিল্লির অবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এরপর ফের রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লেফ্টেনন্ট গভর্নর অনিল বইজাল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে বৈঠকে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয় দিল্লির অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেই অনুযায়ী দিল্লিতে যেসব কন্টেইনমেন্ট জোন রয়েছে সেখানে আগামী সপ্তাহ থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। যাতে করোনা রোগি চিহ্নিত করা যায়। করোনা টেস্টও বাড়ানো হবে সেখানে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও করোনা মোকাবিলায় হাই রিস্ক জোনে সরকারি আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক বলেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Related Articles

Back to top button
Close