fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আমফান বিধ্বস্ত গোসাবায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন একদল যুবক

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা:  নিজেদের সীমিত সামর্থ ও সাধ্য নিয়ে আমফান বিধ্বস্ত সুন্দরবন বাসীর পাশে দাঁড়াল একদল  যুবক। বাঁধভাঙা জলোচ্ছ্বাসে ভেসে গেছে আশ্রয় , খোলা আকাশের নীচে অনিদ্রা , অনাহারে কাটছে দিন। তার উপরে মহামারীর প্রকোপে মানুষের স্বাভাবিক জীবন বিপন্ন। ঠিক এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালো সহৃদয় যুবক বিপ্লব মন্ডল। মূলত বিপ্লব মন্ডলের উদ্যোগে অয়ন গায়েন, গৌরাঙ্গ দাস, গৌতম নস্কর, গুরুপদ মান্না, সুব্রত পাল, উদয় মন্ডল, তমাল দেবনাথ, অপু মন্ডল, তুহিন মন্ডল, বিদেশ মন্ডল সহ বেশ কয়েক জনের সাহায্যে একটি টীম নিয়ে প্রত্যন্ত সুন্দরবনের গোসবা ব্লকের কুমিরমারী, পুঁইজালি, কালিদাসপুর, হেতালবাড়িয়া, সুকুমারী, বিনাপানীর প্রায় ৮৫০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েন।

সুন্দরবনবাসীর কাছে গিয়ে তাদের সমস্যা ও বিপন্নতায় তাদের পাশে থাকতে পেরে এবং মাটির সাথে মিশে কাজ করার যে আনন্দ -তা বারবার উল্লেখ করেছেন বিপ্লব মন্ডল ও তার সহযোগিরা। পাশাপাশি তারা অন্যান্য এনজিও সংস্থা ও সহৃদয় ব্যক্তিদের কাছে বার বার আবেদন করেছেন বিপন্ন এই সুন্দরবনবাসীর পাশে থাকার জন্য।

Related Articles

Back to top button
Close