fbpx
কলকাতাহেডলাইন

জঙ্গি দমনে ফের বড় সাফল্য, এসটিএফ-এর জালে জেএমবি শীর্ষ নেতা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস দমনে ফের বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। শুক্রবার ভোরে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের এক শীর্ষ নেতাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযুক্ত জঙ্গি নেতার নাম আবদুল করিম ওরফে বড়ো করিম বলে জানা গিয়েছে।

২০১৭ সাল থেকে একাধিক সন্ত্রাসবাদী কাজে যুক্ত থাকার চার্জ রয়েছে করিমের মাথার ওপর। ভারত ও বাংলাদেশ, দুই প্রতিবেশী রাষ্ট্রের পুলিশ খুঁজছিল আবদুল করিমকে। শুক্রবার ভোরে মুর্শিদাবাদের সুতি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এরপর শুক্রবারই তাকে স্থানীয় আদালতে পেশ করা হয়। ভারতে জেএমবি-র তিন শীর্ষ নেতার মধ্যে আবদুল করিমের গ্রেফতারির পর এই সংখ্যাটা কমে দুই হল। এই দু-জনের মধ্যে অন্যতম জেএমবি-র প্রধান সাউদ্দিন সালেইহ। ধৃত আবদুল করিম ভারতীয় নাগরিক।

Related Articles

Back to top button
Close