গুরুত্বপূর্ণহেডলাইন
পূর্ব মেদিনীপুরে খবর সংগ্ৰহ করতে গিয়ে পর্যটকদের হাতে আক্রান্ত সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: খবর সংগ্রহ করতে আক্রান্ত হলেন পূর্ব মেদিনীপুরের মেছেদার বাসিন্দা সাংবাদিক জাহাঙ্গীর বাদসা। এছাড়াও তাঁর সঙ্গে থাকা ক্যামেরাম্যান ও সঙ্গীদের ওপরেও চড়াও হয় পর্যটকরা। ঘটনার মান্দারমনি উপকুল থানার পুলিশের দ্বারস্থ হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মান্দারমনি একটি হোটেলের ছবি করতেই ক্ষিপ্ত হয়ে উঠে পর্ষটকরা। প্রথমেই ওই সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয়। এরপর তাঁদের ধরে বেধড়ক প্রহার করে পর্যটকরা বলে অভিযোগ। রাস্তার ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর জাহাঙ্গীর বাদসাকে উদ্ধার করেন স্থানীয়রা। জখম সংবাদিক সহ কয়েকজনকে উদ্ধার চিকিৎসা জন্য নিয়ে যাওয়ার হয়েছে বলে জানা গিয়েছে। রাত্রী ১০ টা পর্ষন্ত থানার কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।