ফের বড়সড় ধাক্কা, তৃণমূল ট্রেড ইউনিয়ন ছেড়ে প্রচুর কর্মী যোগ দিলেন বিজেপিতে

কৃষ্ণা দাস, শিলিগুড়ি: ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগেই নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া দেওয়া হবে বলে শিলিগুড়ির হাসমিচকে বিজেপি কার্যালয়ে দলবদল কর্মসূচিতে আত্মবিশ্বাসী মনোভাব ব্যাক্ত করলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রবিণ আগরওয়াল। এদিন গোটা ডেকরেটার্স ওয়ার্কার্স ইউনিয়ানের কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল বলে দাবী বিজেপির।
আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রায় প্রতিদিনই দলবদল কর্মসূচি ধারাবাহিক ভাবে চলছে। শুক্রবারও সেই ধারা অব্যহত। এদিন ডেকরেটার্স ওয়াকার্য় ইউনিয়ান থেকে প্রচুর নেতা কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। এনএফআইটিইউ জেলা সভাপতি তুফান সাহার নেতৃত্বে তারা যোগদান করল। শিলিগুড়ির হাসমিচকে বিজেপির দলীয় কার্যালয় জয়মনি ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে বিজেপিতে তাদের সাদরে অভ্যর্থনা জানান জেলা সভাপতি।প্রবীণ আগরওয়াল। এছাড়া উপস্থিত ছিলেন তুফান সাহা, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে সহ আরও অনেকে।
আরও পড়ুন: ‘অস্তিত্ব সংকটে ধুঁকছে তৃণমূল দলটি’: মহাদেব সরকার
তুফান সাহা বলেন, “দীর্ঘদিন ধরে তারা তৃণমুল শ্রমিক সংগঠনে থেকেও কোনোরকম সুযোগ সুবিধা পাচ্ছিল না। তাছাড়া কেন্দ্রীয় সুযোগ সুবিধাগুলো থেকেও তারা বঞ্চিত। তাই তারা কেন্দ্রীয় সরকারের ওপর আস্থা রেখে এদিন তারা বিজেপিতে যোগদান করল। আগামীদিনে তারা বিজেপি ট্রেড ইউনিয়নের হয়ে কাজ করবে।” শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, “২০২১ এর নির্বাচনের আগেই আমরা আমাদের শক্তি প্রদর্শন দেখিয়ে দেব। যাতে সকলে ২০২১ এর নির্বাচনে বিজেপি যে জয়ী হচ্ছে তা আগেই মানুষ বুঝে যাবে।”
আরও পড়ুন: ‘পরীক্ষা নিয়ে ভোট রাজনীতি করা হচ্ছে’, NEET-JEE ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার
তবে ২০২১ এর নির্বাচনে সোনার বাংলা গড়ার ক্ষেত্রে নয়া নিযুক্ত শ্রমিক সংগঠনের কর্মীদের একটা বড় ভুমিকা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার অভিযোগ তৃণমূল কংগ্রেসের যে যোগদান পর্ব চলছে তা ভাওতা। একই লোকের হাতে বারবার দলীয় পতাকা তুলে দেওয়া হচ্ছে। তৃণমূলের এক দলবদল কর্মসূচিতে তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার বিজেপির যোগদান পর্ব নিয়ে একই লোক নিয়ে এসে বারবার বিজেপিতে যোগদান চলছে বলে যে ভাষায় কটাক্ষ করেছিলেন। এদিন সেই ভাষাতেই কটাক্ষ করে তৃণমূল সভাপতির কথাকেই ফিরিয়ে দিলেন বিজেপি সভাপতি।