fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

সংসদ ভবনের কাছে গ্রেফতার সন্দেহভাজন যুবক, বাজেয়াপ্ত কাগজের টুকরোয় লেখা কোড

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহের মধ্যে দিল্লিতে গ্রেফতার আরও এক সন্দেহভাজন ব্যক্তি। জানা গিয়েছে, সংসদভবনের কাছ থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

তার কাছ থেকে একটি কাগজের টুকরো উদ্ধার হয়েছে। তাতে যা লেখা রয়েছে, তা দেখে মনে হচ্ছে কোডের ভাষায় কিছু লেখা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, বুধবার প্রথমে সংসদের লনে ঘুরে বেড়াতে দেখা যায় ওই যুবককে। তার গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানদের একটি দল তার সঙ্গে কথা বলতে যায়। সেই সময় পিঠে একটি ব্যাকপ্যাক নিয়ে ঘাসের উপর বসে ছিল সে। দিল্লির কড়া নিরাপত্তায় ঘেরা এলাকায় সে কী করছে, তা জানতে চাওয়া হয় ওই যুবকের কাছে।

এদিকে ওই যুবকের ব্যাকপ্যাক থেকে ভিন্ন নামের একটি ড্রাইভিং লাইসেন্স ও একটি আধার কার্ড উদ্ধার করে পুলিশ। তল্লাশি চালিয়ে খোঁজ মেলে এক টুকরো কাগজের। সেই কাগজে সন্দেহজনক কিছু কোড লেখা রয়েছে বলে দেখতে পায় পুলিশ। জেরা করার পর ওই ব্যক্তি পুলিশকে জানায় যে, সে জম্মু ও কাশ্মীরের বদগাম এলাকায়।
মধ্য দিল্লির একটি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ব্যক্তিকে।

সূত্রের দাবি, জেরায় তার কথায় অনেক অসঙ্গতি পেয়ে সন্দেহ আরও বেড়েছে পুলিশের। প্রথমে সে জানায়, ২০১৬ সালে প্রথম সে দিল্লিতে আসে। পরে আবার বলে, করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর সে রাজধানীতে পৌঁছয়। সে গত কয়েকদিন পুরনো দিল্লি ও নিজামুদ্দিমের জামিয়া নগর এলাকায় থাকত বলে পুলিশকে জানিয়েছে।

অন্যদিকে গ্রেফতারির খবর শুনে তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছে অন্যান্য তদন্তকারী সংস্থাও। সন্দেহভাজন ওই ব্যক্তিকে দফায় দফায় আরও জিজ্ঞাসাবাদ করা হবে। কী উদ্দেশ্য নিয়ে সে দিল্লিতে এসেছিল, তার কাছ থেকে উদ্ধার হওয়া কাগজে কোডের ভাষায় কিছু লেখা রয়েছে কি না, কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সে জড়িত কি না, এই সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Back to top button
Close