কেতুগ্রাম থানায় লকআপে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ধৃত ব্যক্তি

দিব্যেন্দু রায়, কেতুগ্রাম: কেতুগ্রাম থানার লকআপের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ধৃত এক ব্যক্তি। মৃতের নাম মিরাজুল ইসলাম(৩১)। বীরভূম জেলার লাভপুর থানার কাজিপাড়া গ্রামের বাসিন্দা মিরাজুলকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলায় গ্রেফতার করা হয়েছিল। বুধবার তাকে গ্রেফতার করে পুলিশ । বৃহস্পতিবার ভোরে লকআপের মধ্যেই তার ঝুলন্ত দেহটি দেখতে পাওয়া যায়। যদিও পরিবারের পক্ষ থেকে এনিয়ে কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানা গেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, পেশায় কমপিউটার অপারেটর মিরাজুল ইসলাম কেতুগ্রাম থানার হাড়মুর গ্রামের এক যুবতিকে বিয়ের প্রতিশ্রতি দিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করেছিল বলে অভিযোগ। কিন্তু পরে সে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে। এরপর মেয়েটি থানায় অভিযোগ দায়ের করে। তারই ভিত্তিতে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এদিন ভোরের দিকে তার ট্র্যাকস্যুটের দড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মঘাতী হয় বলে খবর।
পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ” লকআপের ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার করে কেতুগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় ।”