অনলাইনে যোগী আদিত্যনাথের বাড়িতে আপত্তিকর জিনিস পাঠিয়ে গ্রেফতার যুবক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বাড়িতে আপত্তিকর জিনিস পাঠিয়ে গ্রেফতার হলেন এক যুবক। ওই যুবকের নাম আশিস কনোজিয়া। অনলাইনে যোগী আদিত্যনাথের বাড়িতে ওই আপত্তিকর জিনিস পাঠিয়েছিল সে। এরপর তার খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে গ্রেফতার করা হয় তাকে। জানা গিয়েছে, ওই আপত্তিকর জিনিস জগীর হাতে পৌঁছনোর আগেই নিরাপত্তাকর্মীরা গেটের সামনেই সেটি আটকে দেন।
[আরও পড়ুন- সাম্প্রদায়িক মন্তব্যের জের! বিজেপি সাংসদ তেজস্বীর ইউরো সফর বয়কটের ডাক ভারতীয় কমিউনিটির]
হাথরস গণধর্ষণ কাণ্ডে উত্তাল উত্তরপ্রদেশ। জানা গিয়েছে যে, হাথরস গণধর্ষণ কাণ্ডে যোগী আদিত্যনাথের ওপর সব দোষ চাপিয়েছিল আশিস কনোজিয়া। দিনদুয়েক আগে সে সোশ্যাল মিডিয়ায় যোগীর বিরুদ্ধে একটি পোস্ট করেন। যদিও যোগীর বাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা গেটের সামনেই ওই জিনিস আটকে দেন। গৌতমপল্লী থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।