ঘরে বসেই কীভাবে ৫ কোটির মালিক হলেন সাব্বির?

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: কথায় আছে কপালের গোপাল। দুর্ঘটনায় আহত হয়ে গৃহবন্দি হয়েও কোটি কোটি টাকায় মালিক হলেন কাঁথির বাঁধিয়া্র বাসিন্দা গ্রীল ব্যবসায়ী সেখ সাব্বির হোসেন। লটারি জিতে ৫ কোটি টাকায় পেলেন সেখ সাব্বির হোসেন। টাকা পেয়ে রীতিমতো খুশি তার পরিবার থেকে আত্মীয় স্বজন। আবার অভিনন্দন জানাতে সাব্বিরের বাড়িতে এসে হাজির হয়েছেন অনেকেই।
সেখ সাব্বির হোসেন জানান, “গত দেড় মাস আগে পথ দুর্ঘটনায় পা ভেঙে যায়। কাঁথি শহরের চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গিয়েছিলাম। সেখানে দুটো টিকিট চার হাজার দিয়ে কিনেছিলাম৷ তখন পরিবারের কোন সদস্যকে জানায়নি। শনিবার রাতে জানতে পারি আমার প্রথম পুরস্কার পাঁচ কোটি টাকা লেগেছে। প্রথমে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। তিনি আরও জানান, প্রথমে স্ত্রী জানালেও বিশ্বাস করেনিনি। রবিবার টিকিট কাউন্টারের গিয়ে সমন্ত পরিচয় পএ দিয়ে এসেছি” । ঘটনাটি জানাজানি হতেই রীতিমতো সাব্বিরের বাড়িতে আত্মীয় থেকে প্রতিবেশীদের ভিড় জমতে শুরু করেছে।