fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ভয়ানক আগুন লাগল উত্তরাখণ্ডের জঙ্গলে, বিপদের মুখে বহু প্রাণী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মারণ করোনা আতঙ্ক গ্রাস করেছে সমগ্র মানবজাতীকে। তখন প্রকৃতিও যেন আক্রমণের জন্য উন্মুখ হয়ে উঠেছে। ভয়াবহ আগুন লাগল উত্তরাখণ্ডের বনভূমিতে।

 

 

জানা গিয়েছে, উত্তরাখণ্ডের ৬ হেক্টর বনভূমি পড়ল দাবানলের কবলে। শনিবার রাত শ্রীনগরের কাছে পাউড়ি ঘারোয়াল জেলায় আগুন লাগে অকস্মাৎ। দেখতে দেখতে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বনাঞ্চলে। যদিও এখনও অবধি কোনো বন্যপ্রাণীর মৃত্যুর খবর নেই। বনবিভাগের অনুমান, প্রাকৃতিক কারণেই আগুন লেগেছে। গ্রীষ্মের শুরুতে হঠাৎ উষ্ণতা বৃদ্ধি এবং তাপপ্রবাহের ফলে এমন ঘটনা ঘটেই থাকে। এবছরও এমন ঘটনা প্রথম নয়। গত চারদিনে ২৩টি ছোটো-বড়ো দাবানল দেখা গিয়েছে উত্তরাখণ্ডের বনাঞ্চলে। তবে সেগুলো কোনোটাই এত মারাত্মক ছিল না। তাই দমকলের কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

কিন্তু এক্ষেত্রে দমকলের যে কয়েকটি গাড়ি উপস্থিত হয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তাই আরও গাড়ি আনার প্রয়োজন, জানিয়েছেন ফরেস্ট অফিসার অনিতা কানোয়ার।

Related Articles

Back to top button
Close