ফুলচাষীদের ক্ষতিপূরণের দাবিতে আব্দুল রেজ্জাক মোল্লাকে স্মারকলিপি
বাবলু ব্যানার্জি, কোলাঘাট: রাজ্য সহ সারা ভারতবর্ষে লকডাউন চলছে,তাতে ফুলচাষীরা চরম ক্ষতির সম্মুখীন।
সদ্য আমফানে তাণ্ডবে ফুল চাষীরা আরো সংকটের মধ্যে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি সহ বেশ কয়েকটি জেলার চাষিরা সংকটের মুখে। চাষীদের ক্ষতিপূরণের দাবিতে লড়াই সংগ্রাম জারি রেখেছে সারা বাংলা ফুলচাষী সমিতি ও ব্যবসায়ী সমিতি। বুধবার এই সমিতির পক্ষ থেকে রাজ্যের উদ্যান পালন দপ্তরের মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা কে ই- মেল মারফত স্মারকলিপি দেওয়া হল।
ফুলচাষী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বলেন বর্তমানে আমফানের তাণ্ডবে জেলার ফুল চাষ একে বারে নষ্ট, চাষীরা লকডাউন এ ফুল বিক্রি করতে পারছে না,তার উপর ঝড়ের তাণ্ডবে যে ক্ষতির সম্মুখীন এখন যদি তাদের সাহায্য করা না হয় আগামী দিনে যে পুজো আসছে আরো ক্ষতির সম্মুখীন হবে। তিনি বলেন চাষীদের স্বার্থে সরকার এগিয়ে না এলে আগামী দিনে সারাবাংলা ফুলচাষী ব্যবসায়ী সমিতি বৃহত্তর আন্দোলনের মুখে সামিল হবে।