fbpx
দেশহেডলাইন

করোনাকে হারিয়ে মোট ৬ বার প্লাজমা দান করলেন, বাঁচালেন ১৮ জনের প্রাণ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মানবিকতার নজির…প্লাজমা দিয়ে প্রায় ১৮ জন যুবককে বাঁচালেন ৩৭ বছরের এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তি গত এপ্রিল মাসেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তারপর থেকে এখনও অবধি মোট ছ’বার প্লাজমা দান করে ফেলেছেন ব্যক্তি। সপ্তমবার প্লাজমা দানের পরিকল্পনাও রয়েছে তাঁর। ডাক্তাররা বলেছেন, এই যুবকের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়েছে। গত তিনমাসেও অ্যান্টিবডির পরিমাণ কমেনি। দিল্লির জাহাঙ্গিরপুরি এলাকার বাসিন্দা যুবকের নাম তাবরেজ খান। বলেছেন, “যতদিন সম্ভব প্লাজমা দিয়ে যাব। অনেক সঙ্কটাপন্ন রোগীর প্রাণ বাঁচবে। “ পুণে আইসারের ইমিউনোলজিস্ট সত্যজিৎ রথ বলেছেন, রক্ত থেকে মাত্র ১০% প্লাজমা বা রক্তরস নেওয়া হয়। কিছুদিন পরেই প্লাজমায় ফের অ্যান্টিবডি তৈরি শুরু হয়ে যায়। তাই অনেকবারই প্লাজমা দেওয়া সম্ভব। করোনা সারিয়ে উঠেছেন এমন রোগী যদি স্বেচ্ছায় এগিয়ে এসে প্লাজমা দেন, তাহলে অনেকের প্রাণ বাঁচে।

উল্লেখ্য, বিশ্বজুড়েই গবেষকরা দাবি করেছেন, করোনা সারিয়ে সুস্থ হলেও রক্তে অ্যান্টিবডি তিনমাসের বেশি টিকছে না। ঝপ করে অ্যান্টিবডির পরিমাণ কমে যাচ্ছে। যার থেকে বোঝা গেছে, করোনাভাইরাসের মোকাবিলায় মানুষের শরীরে এখনও যথেষ্ট পরিমাণে রোগ প্রতিরোধ শক্তি গড়ে ওঠেনি। এই প্রসঙ্গেই ইনস্টিটিউট অব লিভার ও বিলিয়ারি সায়েন্স (ILBS)-এর ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান ডক্টর মীনু বাজপেই বলেছেন, খুবই আশ্চর্যজনক ঘটনা যে এপ্রিলের পর থেকে আজ অবধি তাবরেজের রক্তে অ্যান্টিবডির পরিমাণ বিন্দুমাত্র কমেনি। বরং, বেড়েছে। যুবকের অ্যান্টিবডি টেস্ট করেও দেখা গেছে, করোনা সারিয়ে ওঠার পর থেকে তার রক্তরস বা প্লাজমায় তৈরি হওয়া অ্যান্টিবডির ঘনত্ব বেশি। তাই ৬ বার প্লাজমা দান করতে পেরেছেন তিনি।

১৮ এপ্রিল প্রথম প্লাজমা দান করেছিলেন তাবরেজ। প্লাজমায় কতটা অ্যান্টিবডি তৈরি হয়েছে সেই পরিমাণের উপর ভিত্তি করে একজনের প্লাজমা থেকে মোটামুটি দু’জনের থেরাপি করা সম্ভব। কিন্তু তাবরেজের প্লাজমায় এতটাই অ্যান্টিবডি তৈরি হয়েছে যে প্রতিবারে তিনজন করে রোগীর থেরাপি করা সম্ভব হয়েছে, জানিয়েছেন ডাক্তাররা। আক্রান্তেরা সুস্থ হয়ে ওঠার পথে। দ্বিতীয়বার ৫ মে, এরপরে ১৫ ও ২৪ মে প্লাজমা দেন তাবরেজ। পঞ্চমবার ৭ জুন ও ষষ্ঠবার ২০ জুন প্লাজমা দিয়েছিলেন তিনি।

 

তাবরেজ জানান, “করোনার উপসর্গ নিয়ে লোক নায়ক হাসপাতালে ভর্তি হয়েছিলাম। প্রচণ্ড জ্বর, কাশি ছিল। শ্বাসের সমস্যাও হচ্ছিল। ভালরকম উপসর্গই দেখা গিয়েছিল আমার। সারা শরীরে অসহ্য ব্যথা হচ্ছিল। কিন্তু ডাক্তারদের চিকিৎসায় সেরে উঠি। তারপরেই ঠিক করি প্লাজমা দিয়ে আমার মতো রোগীদের প্রাণ বাঁচাব। ৬ বার প্লাজমা দিয়েছি। ডাক্তারদের সঙ্গে কথা বলে আরও একবার প্লাজমা দেওয়ার জন্য তৈরি হচ্ছি।”

Related Articles

Back to top button
Close