করোনার জেরে ব্যাপক ক্ষতি পশম শিল্পে, মেরে ফেলা হল কয়েকলক্ষ মিঙ্ক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের জেরে কয়েক লক্ষ মিঙ্ক মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্পেন, নেদারল্যান্ড। এই মিঙ্ক পশম শিল্পে ব্যবহৃত হয়। করোনার জেরে পশম শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। এরফলে ফার্মগুলিতে অনেক মিঙ্ক বেড়ে গেছে। আর তারা সংক্রামিত হয়েছে করোনা ভাইরাসে। সেইকারণে এইগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ড ও স্পেন। আর এইসব মিঙ্কের থেকে করোনা আরও বেশী করে ছড়াচ্ছে বলে দাবি করা হয়েছে। স্পেন ১০ লক্ষ মিঙ্ককে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। নেদারল্যান্ডও ইতিমধ্যেই ১০ লক্ষ বেজি জাতীয় এই প্রাণী মেরে ফেলেছে বিভিন্ন ফার্মে। প্রসঙ্গত, চিন, ডেনমার্ক এবং পোল্যান্ডের পর নেদারল্যান্ডই বিশ্বের সবচেয়ে বেশি পশম প্রস্তুতকারক দেশ। ডেনমার্কে এখনও অবধি তিনটি মিঙ্ক ফার্মে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।
নেদারল্যান্ডের কমপক্ষে ২৫টি ফার্মে করোনা ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। কিছু সংখ্যক মিঙ্ক-ছানা যারা সংক্রামিত হয়নি, তাদের অন্য কোনও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতিও শুরু করেছে নেদারল্যান্ড। উত্তর-পূর্ব আরাগন অঞ্চলের কৃষিমন্ত্রী হোয়াকিন ওলোনা জানিয়েছেন, মিঙ্কগুলি মেরে ফেলা ছাড়া অন্য কোনও উপায় ছিলনা। ফার্মের কয়েকজন শ্রমিক প্রথমে করোনা আক্রান্ত হন, আর তাদের থেকেই করোনা ছড়িয়ে পড়ে ফার্মের অন্য পশুদের মধ্যে।