fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বীর শহিদ সেনা স্মরণে শ্রদ্ধাঞ্জলি দক্ষিণ পাড়ায়

শ্যামল কান্তি বিশ্বাস, হাঁসখালী : দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষা অখুন্ন রাখতে আত্ম বলিদানে সামিল দেশের ২০ বীর জওয়ান। তাদের অমর আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে সামিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্ৰ দেশবাসী।

 

 

লাদাখ সীমান্তে চিন ভারত সংঘর্ষে ২০ ভারতীয় বীর শহিদ সেনার প্রতি শ্রদ্ধা জানাতে গত ২২শে জুন হাঁসখালী থানার দক্ষিণ পাড়া বাজারে ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক নেতৃত্ব সহ স্থানীয় এলাকার সর্বস্তরের শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক বৃন্দের আহ্বানে এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও মৌণ মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন এলাকার ভারতীয় জনতা পার্টির সমর্থক সহ এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি সভার কাজ শুরু হয়। স্থানীয় কৃষ্ণগজ্ঞ কেন্দ্রের বিজেপি বিধায়ক আশীষ কুমার বিশ্বাসের উপস্থিতিতে শহীদ বীর সেনাদের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলনের মধ্যদিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের পর সভা শেষে এক সুবিশাল মৌন মিছিল এলাকা পরিক্রমা করে। ৯ নং কৃষ্ণনগর-রানাঘাট বাসরুট ধরে এই সুসংবদ্ধ সুবিশাল মৌণ মিছিল দক্ষিণ পাড়া বাজার থেকে চিত্রশালী বাজার হয়ে পূনরায় দক্ষিণ পাড়া হয়ে ফুলবাড়ী বাজার পর্যন্ত পরিক্রমা করে এবং এরপরই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button
Close