fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মেয়ের শ্বশুরবাড়িতে ইদুজ্জোহার উপহার পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু বাবার

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: মেয়ের শ্বশুর বাড়িতে ইদুজ্জোহার উপহার সামগ্রী পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বাবার । বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছে ছেলে । শুক্রবার বেলায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি সাতগেছিয়া রোডে মেমারির হাসপাতাল মোড় এলাকায় । খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । জখম ব্যক্তিকে উদ্ধার করে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত ব্যক্তির নাম কালাম মণ্ডল (৬০)। জখম হয়েছে তার ছেলে শাহিদ মণ্ডল। মেমারি থানার বহেলা গ্রামে তাদের বাড়ি । মৃত ব্যক্তির বাবা হাসেম মণ্ডল এদিন জানিয়েছেন , ‘তাঁর নাতনি অর্থাৎ কালামের মেয়ের সম্প্রতি বিয়ে হয়েছে মন্তেশ্বর থানার কুশুমগ্রামে ।কালাম ও তার ছেলে শাহিদ একটি বাইকে চড়ে বৃহস্পতিবায় নাতনির শ্বশুর বাড়িতে ইদুজ্জোহা পরবের উপহার সামগ্রী পৌছে দিতে যায় । এদিন বেলায় সেখান থেকে বাইকে চড়ে তারা নিজের বাড়ি ফিরছিল ।পথে মেমারির হাসপাতাল মোড়ের কাছে তাদের বাইকের সঙ্গে একটি ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় । হাসেম মণ্ডল বলেন এই দুর্ঘটনাতেই তার ছেলে কালামের মৃত্যু হয় । প্রাণে বেঁচে গেলেও মারাত্মক জখম হয়েছে নাতি শাহিদ ।’ মর্মান্তিক এই ঘটনার জেরে মণ্ডল পরিবারে ইদুজ্জোহা পরবের উচ্ছাস ম্লান হয়ে গিয়েছে ।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া বিবরণে জানা গিয়েছে , বাইক চালাচ্ছিল শাহিদ । পেছনে বসেছিলেন তার বাবা কালাম । বাইক আরোহীদের সামনে ছিল একটি চার চাকা গাড়ি । বাইক চালক ওই চার চাকা গাড়িটিকে ওভারটেক করে যেতে গেলে বিপত্তি ঘটে যায় । বিপরীত দিক থেকে আসা ট্র্যাক্টরের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । হাশিদ বাইক থেকে রাস্তার এক পাশে ছিটকে পড়ে ।তার অপর পাশে ট্র্যাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হন কালাম মণ্ডল । ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । চালক সহ দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাক্টর ও বাইক আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।

Related Articles

Back to top button
Close