জঙ্গল লাগোয়া গ্রাম থেকে ময়ূর শাবক উদ্ধার করলেন বনকর্মীরা

আব্বাস আলি, আউসগ্রাম: ময়ূর শাবক উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলেদিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রাম ২ ব্লকের খান্ডারি জঙ্গল লাগোয়া নতুন গ্রামে।গ্রামের মাঠে ময়ূর শাবক ঘোরা ফেরার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
বহু মানুষ ময়ুর শাবক দেখতে গ্রামে ভিড় জমান । এই খবর বৃহস্পতিবার খান্ডারি বিট অফিসে জানান গ্রামেরই এক বাসিন্দা । বনদপ্তরের লোকজন গ্রামে পৌছে ময়ূর শাবকটিকে উদ্ধার করেন । শুক্রবার
বর্ধমান ময়ুর শাবকটিকে রমনাবাগান অভয়ারণ্যে নিয়েগিয়ে ছেড়ে দেওয়া হয় ।
খাণ্ডারি বিটের অফিসার কিশলয় মুখোপাধ্যায় জানিয়েছেন ,খাণ্ডারি জঙ্গল লাগোয়া নতুন গ্রামের এক বাসিন্দা বূহস্পতিবার বিট অফিসে ফোন করেন । তিনি জানান ,জঙ্গল লাগোয়া গ্রামের জমির কাছে একটি ময়ূর শাবক সকাল থেকে ঘোরাফেরা করছে । কিশলয় বাবু বলেন , এই খবর পেয়েই অন্য বনকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গ্রামে পৌছান । ময়ূর শাবকটিকে উদ্ধার করেন । ময়ূর শাবকটি সুস্থ রয়েছে । এদিন বর্ধমান রমনাবাগান অভয়ারণ্যে ময়ুর শাবকটিকে ছেড়ে দেওয়া হয়েছে ।