পশ্চিমবঙ্গহেডলাইন
রানিগঞ্জে বাড়িতে উনুনের আগুনে পুড়ে ব্যক্তির মৃত্যু

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: বাড়িতে উনুনে রান্না করার সময় গায়ে আগুন লেগে পুড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। আসানসোলের রানিগঞ্জ থানার বক্তারনগর মাজিপাড়ার বাসিন্দা মৃত ব্যক্তির নাম রাজা কোল (৪৫)।
আরও পড়ুন- লক্ষ্মী পুজোর বাজারে আকাশ ছোঁয়া দাম হাত পুড়ছে গৃহস্থের
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রাজা কোল বাড়ির উনুনে মাংস রান্না করছিল। সেইসময় বাড়িতে তার বাড়িতে কেউ ছিলনা। আচমকাই উনুনের আগুন রাজার গায়ে লেগে যায়। তার চিৎকারে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। তারা আগুন নিভিয়ে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ভর্তি করার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, অসাবধানতার কারণেই এই ঘটনা ঘটেছে।