fbpx
কলকাতাহেডলাইন

ডিউটি থেকে ফেরার সময় লরির ধাক্কায় একবালপুরের কাছে মৃত্যু পুলিশ কর্মীর

অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ডিউটি থেকে মোটরসাইকেলে ফেরার সময়ে লরির ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক পুলিশকর্মীর। সোমবার রাত সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে একবালপুর রোড ক্রসিংয়ের কাছে। পিছন থেকে মারা লরির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন কলকাতা পুলিশে কর্মরত বিকাশ চন্দ্র রায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কাজ সেরে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন ৫০ বছর বয়সী ওই পুলিশ কর্মী। নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা বিকাশবাবু গার্ডেনরিচ থানার এএসআই ছিলেন। এ দিন একবালপুর রোডের ক্রসিংয়ের কাছে আচমকা একটি লরি ধাক্কা মেরে চলে যায়। বাইক থেকে ছিটকে পড়েন বিকাশবাবু। মাথায় এবং হাতে গুরুতর চোট লাগে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সিএমআরআই-তে এবং পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে মারা গিয়েছেন ওই পুলিশকর্মী। ঘাতক গাড়ির চালক পলাতক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনাটির তদন্ত করছে একবালপুর থানার পুলিশ।

Related Articles

Back to top button
Close