fbpx
আন্তর্জাতিকহেডলাইন

নিম্নমানের তেল আমদানির জেরে বন্ধ শ্রীলঙ্কার একটি বিদ্যুৎকেন্দ্র

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: এখনো স্থিতিশীল অবস্থায় আসতে পারল না এই দ্বীপরাজ্যটি। নিম্নমানের অপরিশোধিত তেল আমদানির জেরে শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। ইউটিলিটি নিয়ন্ত্রক প্রধান জানাকা রত্নায়েকে বলেন, জ্বালানি তেলে অনেক বেশি সালফার ছিল। তবে দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী সেই অভিযোগ অস্বীকার করেছেন।

গত সপ্তাহে শ্রীলঙ্কায় দৈনিক বিদ্যুৎ বিভ্রাট ৮০ মিনিট থেকে বাড়িয়ে ১৪০ মিনিট করা হয়। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার ঘাটতির কারণে এটি করা হয়। জ্বালানি তেলে সালফারের পরিমাণ খুব বেশি, যা বর্তমান বিদ্যুৎকেন্দ্রের জন্য উপযুক্ত নয়। এটি পরিবেশগত মানগুলোর সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। শোধনাগারের জন্য ভালো মানের অপরিশোধিত তেল কিনলে এই সমস্যাটি আর থাকবে না। দেশের বিদ্যুতের প্রায় ১০ শতাংশ ডিজেল এবং জ্বালানি তেল দিয়ে চলা বিদ্যুৎকেন্দ্র থেকে আসে। বাকি বিদ্যুৎ উৎপাদন হয় হাইড্রো, নবায়নযোগ্য এবং কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র থেকে।

তবে ব্ল্যাকআউটের দ্বিমত পোষণ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্র পরিচালিত জ্বালানির খুচরা বিক্রেতা সেইলন পেট্রোলিয়াম করপোরেশন। তাদের দাবি, একটি হাইড্রো পাওয়ার স্টেশন বিকল হওয়ার কারণে এবং ডিজেল ও জ্বালানি তেল কেনার বাজেট স্বল্পতার কারণে এটি হয়েছে।

 

 

Related Articles

Back to top button
Close