পশ্চিমবঙ্গহেডলাইন
অজগর উদ্ধার ভাটিবাড়ি বাজার থেকে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: শুক্রবার দুপুরে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের ভাটিবাড়ি বাজারের একটি বাড়ির পাশ থেকে উদ্ধার হল আট ফুট লম্বা একটি অজগর সাপ। বাজারে আসা লোকজন সাপটিকে দেখতে পেয়ে বন দপ্তরের কামাক্ষ্যাগুড়ি মোবাইল রেঞ্জে খবর পাঠান।
মোবাইল রেঞ্জ থেকে খবর দেওয়া হয় কামাক্ষ্যাগুড়ি স্নেক রেসকিও টিম এবং কামাক্ষ্যাগুড়ি ভলান্টারি অরগানাইজেশান কে। এই দুই সংস্থার সদস্য রোহিত কর ও রতন আচার্য। খবর পেয়ে ভাটিবাড়ি যান এবং সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন দপ্তরের কামাক্ষ্যাগুড়ি মোবাইল রেঞ্জ এর কর্মীদের হাতে তুলে দেন। বন দপ্তর সুত্রে জানা গেছে তারা সাপটিকে অক্ষত অবস্থায় ছিপ্রা বনে ছেড়ে দিয়েছেন।