পশ্চিমবঙ্গহেডলাইন
হাওড়ার দাসনগরে উদ্ধার একবিরল প্রজাতির কচ্ছপ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: হাওড়ার দাসনগরে উদ্ধার একবিরল প্রজাতির কচ্ছপ। বিরল প্রজাতির কচ্ছপকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। দাসনগরে বালিটিকুরি ধারা পাড়ায় একজনের বাড়িতে ঢুকে পড়ে কচ্ছপ টি। মেটে রং, তারওপর হলুদ হলুদ ছোপ। বাড়ির পাশেই জঙ্গল ও পুকুর রয়েছে, মনে করা হচ্ছে সেখান থেকে আসতে পারে । কচ্ছপটিকে সোমবার দুপুরে দাসনগর থানায় নিয়ে আসে স্থানীয়রা। থানার আইসি অরূপ রায়চৌধুরি কচ্ছপটিকে বন দফতরের আধিকারিকদের হাতে তুলে দেন।
আরও পড়ুন: পুজোয় চলুন কাছে পিঠে, স্বাগত জানাতে তৈরি ‘পথসাথী’