
শরণানন্দ দাস, কলকাতা: বাংলা আধুনিক গানের রিমেক হয়েছে। অনেক ক্ষেত্রে রিমেক গানের শিল্পী মূল গানটির শিল্পীর চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। এবার পুজোয় থিমের রিমেক হচ্ছে উত্তর কলকাতার ডাকসাইটে পুজো জগৎ মুখার্জী পার্কে। একইসঙ্গে নতুন প্রজন্ম জানতেও পারবে শহর কলকাতায় প্রথম থিমের পুজো হয়েছিল জগৎ মুখার্জী পার্কে। সেই থিমকেই ফিরে দেখা হবে এ বছর।
বছর কয়েক আগে ‘ বনগাঁ লোকাল’ থিম করে জন বিস্ফোরণ ঘটিয়েছিলেন শিল্পী সুব্রত পাল। এবারও তিনি রয়েছেন দায়িত্বে। ফিরিয়ে আনছেন ১৯৫৯ এর সেই প্রথম থিমের পুজোর আবহ। সেবার পুজোর দায়িত্বে ছিলেন শিল্পী অশোক গুপ্ত। সাবেক প্রতিমা সেজেছিল প্রথমবার থিমের সাজে। বদলে গিয়েছিল প্রতিমার সাবেক রঙ। যা নিয়ে বিতর্ক ও হয়েছিল সেই সময়ে। এবার সেই থিমেরই পুনর্নির্মাণ হবে। সেই সময়ের সাক্ষী এই পার্কের গাছের ছাল ব্যবহার করা হবে মণ্ডপসজ্জায়। পুরনো কলকাতার গন্ধ আনতে ব্যবহার হবে সেই সময়ের ইঁট। সব মিলিয়ে পুরনো কলকাতার পুজোর ফ্ল্যাশব্যাকে ফিরবে জগৎ মুখার্জী পার্ক।
আরও পড়ুন: আসামি নয় এবার করোনা ধরবে ফেলুদা…
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো এবার বড়ো পরীক্ষার সামনে। করোনার রক্তচক্ষুতে জনজীবন ত্রস্ত। তবু অতিমারির সামনে মাথা নোয়াচ্ছে না বাঙালির প্রাণের পুজো। হয়তো জাঁকজমক কিছুটা কমতে পারে, কিন্তু প্রাণের উচ্ছ্বাসে কোন খামতি নেই। শরতের আকাশে এখন আগমনী সুর।