fbpx
দেশহেডলাইন

ভোপাল রেল স্টেশনে ভেঙে পড়ল ফুট ওভারব্রিজের একাংশ, আহত ৮

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত সময়ে মধ্যপ্রদেশের রেল স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফুট ওভারব্রিজের একাংশ। চাঞ্চল্যকর এই দুর্ঘটনাটি ঘটেছে ভোপাল রেল স্টেশনে। জানা গিয়েছে, ফুট ওভারব্রিজের একাংশ ভেঙে আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। প্রত্যেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| সাতসকালে এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ভোপাল রেল স্টেশন চত্ত্বরে।

আরও পড়ুন: সংখ্যালঘুদের নিরাপত্তা সবচেয়ে বেশি ভারতে, দাবি উপরাষ্ট্রপতির

 

রেল সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে আচমকাই ভোপাল রেল স্টেশনে অবস্থিত ফুট ওভারব্রিজের একাংশ ভেঙে পড়ে। সেই সময় ফুট ওভারব্রিজের ওপর থেকে যাচ্ছিলেন বেশ কয়েকজন রেল যাত্রী। স্টেশন চত্বরেও যথেষ্ট ভিড় ছিল যাত্রীদের। বিকট শব্দ করে ভেঙে পড়ে ফুট ওভারব্রিজের একাংশ। এই ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত ফুট ওভারব্রিজটি ঘিরে রেখেছে রেল পুলিশ।

Related Articles

Back to top button
Close