fbpx
পশ্চিমবঙ্গ

আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়ালেন পুরুলিয়ার শিক্ষক

গৌতম প্রামানিক, পুরুলিয়া: শিক্ষকের হাত ধরে সুন্দরবনের অসহায়দের পাশে দাঁড়ালেন পুরুলিয়াবাসি। এই উদ্যোগ পিছিয়ে পড়া জেলার তকমাকে আরও একবার মিথ্যে প্রমাণ করলেন পুরুলিয়ার সাধারণ মানুষ ।

“আমফান” ঘূর্ণিঝড়ে সব হারিয়ে সুন্দরবনের মানুষ এখন রাস্তায়। দিশেহারা। জাতীয় শিক্ষক শুভাশিস গুহনিয়োগীর একটি ফেসবুকের পোস্টেই এক লরি ত্রাণ সামগ্রী পৌছে গেলো পাড়ার নানৃতম সংস্থার কাছে । জেলার বিভিন্ন প্রান্তে থাকা মানুষ, সামাজিক কাজে যুক্ত থাকা সংস্থা নিজেদের মধ্যে সংগ্রহ করে ওই সব ত্রাণ সামগ্রী ও খাবার শিক্ষকের বাড়িতে পৌঁছে দিলেন। এই ভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ালো পুরুলিয়ার মানুষ ।

পুরুলিয়ার পাড়া ব্লকে অবস্থিত নানৃতম নামে এক সংস্থার হাতে তুলে দিল লরি ভর্তি নতুন জামা কাপড় , চাদর , বাসন, অনান্য গৃহস্থালি জিনিস ও শুকনো খাবার । এক দিন পরেই তা রওনা দেবে সুন্দরবনের অসহায়দের কাছে। তাঁর ডাকে অভূতপূর্ব সাড়া পেয়ে উচ্ছ্বসিত শিক্ষক জানান, “পুরুলিয়ার ‘নানৃতম ‘ এর সুন্দরবন এলাকায় অসহায় মানুষের পাশে থেকে লড়াই-র শক্তিটা বাড়াতে চাই।”
শিক্ষকের উদ্যোগে এই ভাবেই তাঁদের পাশে থাকার চেষ্টা চালাচ্ছেন পুরুলিয়ার মানুষ ।

Related Articles

Back to top button
Close