করোনা সংক্রমক রুখতে অন্ডাল বিডিও অফিসে বসল থার্মাল স্কিনিং মেশিন

জয়দেব লাহা, দুর্গাপুর: বিশ্বজুড়ে নভেল করোনার থাবা। হু হু করে বাড়ছে সংক্রমকের সখ্যা। সংক্রমক ঠেকাতে সোমবার অন্ডাল বিডিও অফিসে বসানো হল স্বয়ংক্রিয় হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্কিনিং মেশিন। উদ্বোধন করেন এডিএম (জেনারেল) শুভেন্দু বসু। উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমাশাসক অনির্বান কোলে। বিডিও ঋত্বিক হাজরা প্রমুখ। এডিএম শুভেন্দু বাবু জানান,” মেশিনটি তৈরি করেছে দুর্গাপুরের একটি সরকারী সংস্থা সিএমআরআই। সংক্রমণ রুখতে মেশিনটি বসানো হয়েছে। এই ধরনের স্বয়ংক্রিয় স্যানাটাইজ মেশিন পশ্চিম বর্ধমান জেলায় কোনো সরকারি অফিসে প্রথম বসল।” বিডিও অফিসে ঢোকার মুখেই প্রথমেই স্বয়ংক্রিয় স্যানাটাইজার মেশিনের সামনে হাত দিলেই মেশিন থেকে প্রথমে হাতে জল পড়বে পরে হাতে স্যানিটাইজার দিয়ে ধুয়ে দেবে ওই মেশিন। তারপর হবে থার্মাল স্কিনিং। তারপর কোনো ব্যক্তি বিডিও অফিসে ঢুকতে পারবে। এই ধরণের ব্যবস্থায় স্বভাবতই খুশি অফিসের কর্মীরা।