ভাতারে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান: এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠলো বিজেপি কর্মীদের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতারে । আক্রান্ত তৃণমূল কর্মীর নাম চৌধুরী মহঃম্মদ শেরশাহ।
এই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগের ভিত্তিতে এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা জয়া ঘোষ সোমবার পাঁচজন বিজেপির নেতা কর্মীর বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন । পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে ।
আক্রান্ত তৃণমূল কর্মী চৌধুরী মোহাম্মদ শেরশাহ জানিয়েছেন , তাঁর বাড়ি ভাতারের ওড়গ্রামে । তিনি রবিবার পঞ্চায়েত সদস্যার বাড়িতে পঞ্চায়েতের কাজ নিয়ে বৈঠক করে নিজের বাড়ি ফিরছিলেন । অভিযোগ, পথে বিজেপি নেতা বাদশা মিঁয়া দলবল নিয়ে তার উপরে চড়াও হয়। তাকে মারধর করে।স্থানীয় মানুষজন ঘটনাস্থলে এলে বিজেপির কর্মীরা ছুটে পালিয়ে যায়।
যদিও বিজেপি নেতা বাদশা মিঁয়া জানান, মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।এমন কোন ঘটনার সঙ্গে তিনি বা তাঁর দলের কেউ যুক্ত নয় ।