পশ্চিমবঙ্গহেডলাইন
ডোমকল থেকে উদ্ধার পূর্ণবয়স্ক কচ্ছপ

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: রাস্তার পাশে ড্রেনের মধ্যে থেকে একটি পূর্ণবয়স্ক কচ্ছপ উদ্ধার হল হাওড়া ডোমজুডের শলপে। জানা গেছে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ পন্ডিত ড্রেনের মধ্যে থেকে দেখতে পান।
পরে তিনি সেটিকে উদ্ধার করে বনদফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে খবর কচ্ছপটি আইএসএস প্রজাতির। সাধারণত মিষ্টি জলের কচ্ছপ এরা। খুব সম্ভবত সামনের কোন জলাশয় থেকে উঠে এসেছে। বনদপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া কচ্ছপ সল্টলেকের রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হবে।