fbpx
দেশবিজ্ঞান-প্রযুক্তিহেডলাইন

সাফল্য, এবার চন্দ্রযান-২’এর প্রজ্ঞান রোভারের খোঁজ মিলল!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গত বছর চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান-২। তবে তা ধ্বংস হয়ে যায়। তবে এবার চন্দ্রযান-২ মিশনে রোভার (প্রজ্ঞান) কে নিয়ে রওনা দেওয়া বিক্রমের সফট ল্যান্ডিং প্রয়াস বিফল হওয়ার ১০ মাস পর নাসার একদম তাজা ছবিতে ইসরোর আবারও আশা জেগে উঠলো।

                        আরও পড়ুন: হাইকমান্ড ক্ষমা করলে দলে স্বাগত পাইলট: গেহলট

সকলে তো ধরেই নিয়েছিলেন এই রোভার ধ্বংস হয়ে গিয়েছে। চন্দ্রপৃষ্ঠে সেই ধ্বংসাবশেষ চিহ্নিত করতে চাঁদের একটার পর এক ছবি ঘেঁটে শুরু করেছিলেন গোয়েন্দাগিরি। নিরলস পরিশ্রমে, বিগত কয়েক মাসের অনুসন্ধানের পর, অবশেষে রোভারেরও খোঁজ দিলেন ওই তামিল যুবক। শানমুগা সুব্রহ্মণ্যন দাবি করেন, বাজে ভাবে অবতরণের কারণে বিক্রম ল্যান্ডারের পেলোডস ভেঙে গেলেও চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-২’এর প্রজ্ঞান ‘রোভার’ কিন্তু অক্ষত আছে! বিক্রম ল্যান্ডারের কাঠামো থেকে বেরিয়ে এসে, কয়েক মিটার পথ পাড়িও দিয়ে ফেলেছে। চন্দ্রপৃষ্ঠে রোভারের সেই পরিক্রমা ট্র্যাক করেছেন চেন্নাইয়ের টেকি। নিজেই ট্যুইট করে জানিয়েছেন নয়া এই কীর্তির কথা। একাধিক ট্যুইটে বিশদও উল্লেখ করেছেন।

 

Related Articles

Back to top button
Close