পশ্চিমবঙ্গহেডলাইন
তৃণমূলের আমফান দুর্নীতির কথা বলায় নন্দীগ্রামে বৃদ্ধের মাথা ফাটাল যুবক

নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম: নন্দীগ্রামে এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের আমফান ত্রাণ দুর্নীতি। সেই চর্চায় এক বৃদ্ধের মাথা ফাটাল এক যুবক।
ঘটনাটি ঘটেছে বুধবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কাণ্ডপশরা গ্রামে। আহত ৭৩ বছরের বৃদ্ধ রঙ্গলাল গুড়িয়া নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, গোপাল গুড়িয়া নামের যুবক তার মাথায় লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়েছে। তাঁর অভিযোগ, “আমি তৃণমূলের আমফান দুর্নীতি নিয়ে কথা বলতেই ওই যুবক উত্তেজিত হয়ে আমাকে মারধর করে। রাস্তায় ফেলে ওর সঙ্গে আরও অনেকে মিলে লাথি, ঘুমি মারে। আমার বাড়ির মহিলারা আমাকে রক্ষা করতে গেলে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে।”
অভিযুক্ত যুবকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। জানা গিয়েছে ওই যুবক নন্দীগ্রাম থানার সিভিক ভলান্টিয়ার।