চন্দ্রকোনায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, এলাকায় শোকের ছায়া

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুর: মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। রবিবার সাতসকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম উত্তম রুইদাস (৩২)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার খিরাটি ভৈরবপুর এলাকায়। রবিবার সকালে বাড়ি থেকে বাইক নিয়ে কাজ করার জন্য চন্দ্রকোনা রোড আসার সময় দুর্ঘটনাটি ঘটে গড়বেতা তিন নম্বর ব্লকের কড়সাকাদরা বাঁধপাড় এলাকায় ।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। সেই সঙ্গে কি কারণে ওই দুর্ঘটনা টি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।
সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে মৃত যুবকের পরিবারকে বিষয়টি জানানো হয় ।ওই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশের প্রাথমিক অনুমান নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সমেত যুবকটি দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলে ওই যুবক ঘটনাস্থলে মারা যায়। ওই যুবকের মৃত্যু সংবাদ তার বাড়িতে পৌঁছলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।