fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বাঁশকান্দি কোয়ারান্টাইন সেন্টার থেকে মরণঝাঁপ যুবকের

লক্ষীপুর, পঁচিশ জুন: বাঁশকান্দি কোয়ারান্টাইন সেন্টারে অঘটন l বৃহস্পতিবার ফাস্ট ফ্লোর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেস্টা করল এক যুবক l চিকিত্সাধীন যুবকের নাম আব্দুল মন্নান লস্কর l বাড়ি শিলচর থানাধীন বাঘপুর প্রথম খন্ডে l
জানা গেছে,আটারো জুন কর্ণাটক থেকে আসার পর বাঁশকান্দি দারুল উলুম মাদ্রাসার কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল আব্দুলকে l সেন্টারে ছিলেন মোট পাঁচজন l কিন্তু দুই-তিন দিন থেকে আব্দুল মায়ের অসুস্থতার কথা জানিয়ে ভারী যাওয়ার জিদ ধরে বসেন l অন্যতায় দালালের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার হুমকি দেন l

লক্ষীপুরের সহকারী সার্কল অফিসার নিকুঞ্জ কুমার দাস জানান,তার এই হুমকির পরিপ্রেক্ষিতে তার বাড়িতে খবর দেওয়া হয় l বুধবার সেন্টারে আসেন তার ভাই l ফোনে কথা বলে তার মা-র সঙ্গে l তবুও সে শান্ত হয় নি l বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে বাড়ি যেতে না দিলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার হুমকিতে অনড় তাকে সে l তাই তার কথা মাথায় রেখে বুধবারই সেকেন্ড ফ্লোরে থাকা সেন্টারের পাঁচজনকে আনা হয় ফাস্ট ফ্লোরে l

আরও পড়ুন: প্রাইভেট স্কুলে লকডাউনে ফি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে মামলা 

তিনি বলেন, আজই তাদের কোয়ারান্টাইন মুক্ত হওয়ার কথা ছিল l বারবার এই কথা জানানোও হয়েছিল তাকে l কিন্তু প্রস্তুতিপর্ব শেষ হওয়ার আগেই সকাল এগারোটা নাগাদ আব্দুল ফাস্ট ফ্লোর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেস্টা করে l পরে লক্ষীপুরের এসডিপিও অনুরাগ শর্মা,লক্ষীপুর থানার ওসি বি কে চেত্রী সহ বাঁশকান্দি পুলিশের সহযোগে আহত আব্দুলকে চিকিত্সার জন্য পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে l পাশাপাশি প্রস্তুতিপর্ব শেষে দুপুর বারোটা নাগাদ বাকি চারজনকেও সরকারি নিয়মনীতি পালনে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে জানান তিনি l

Related Articles

Back to top button
Close