পশ্চিমবঙ্গ
সাঁইথিয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু যুবকের

সুব্রত মুখোপাধ্যায়, সাঁইথিয়া: সাঁইথিয়া স্টেশনের আপ লাইনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে জানা যায়, বছর আঠাশের ওই যুবকের নাম গেজু বাউরী এবং তিনি সাঁইথিয়া বড়কালীতলা পাড়ার বাসিন্দা। যুবকের বন্ধু সমর বাউড়ী জানান, গত কয়েকদিন ধরেই গেজু অস্বাভাবিক আচরণ করছিল। ভবঘুরের মত এদিক ওদিক ঘোরাঘুরি করত বাড়ির কাউকে কিছু না বলে। এলাকার মানুষেরা জানান, অবিবাহিত ওই যুবক ঝালাইয়ের কাজ করত এবং নেশাগ্রস্ত ছিল।
পুলিশ এসে ওই যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ পুলিশ অনুসন্ধান করে দেখছে। তবে প্রাথমিক অনুমান এটা আত্মহত্যা বলে জানায় পুলিশ।