এটিএম জালিয়াতির অভিযোগে মঙ্গলকোটে গ্ৰেফতার ঝাড়খণ্ডের যুবক
দিব্যেন্দু রায়, মঙ্গলকোট: এটিএম জালিয়াতির অভিযোগে ঝাড়খণ্ডের এক যুবককে গ্রেফতার করল মঙ্গলকোট থানার পুলিশ। ধৃতের নাম পার্থ গোপ। ঝাড়খন্ডের জামতাড়া জেলার বাগডোহোরি থানা এলাকায় তার বাড়ি। বাগডোহরি থানার পুলিশের সহায়তায় ওই যুবককে মঙ্গলবার ভোরে গ্রেফতার করে মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশ তার কাছ থেকে কয়েকটি এটিএম কার্ড উদ্ধার করেছে বলে জানা গেছে।
জানা গেছে, গত জানুয়ারী মাসে মঙ্গলকোট থানার বুঁইচি গ্রামের বাসিন্দা নাজমুন্নাহার খাতুন নামে এক মহিলাকে ফোন করে পার্থ গোপ নামে ওই যুবক। তারপর সে কৌশল করে মহিলার এটিএম কার্ড নম্বর জেনে নেয়। পরে মহিলা জানতে পারেন তার আ্যকাউন্ট থেকে তিন ধাপে মোট ১৪ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর মহিলা এনিয়ে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, মহিলার কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখায় জানানো হয়। ঘটনার তদন্তে নেমে তারা জানতে পারে মহিলার টাকা তুলতে বীরভূমের খয়রাশোল থানা এলাকার এক যুবকের এটিএম কার্ড ব্যবহার করা হয়েছে৷ পুলিশ তাকে জেরা করে পার্থ গোপের সন্ধান পায়। শেষে ঝাড়খন্ডের বাসিন্দা পার্থকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক৷