এই নির্দিষ্ট তারিখের মধ্যেই আধার ও প্যান সংযুক্তিকরণ করতে হবে, জানিয়ে দিল কেন্দ্র

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আগে একাধিক বার নির্দেশিকা জারি হয়েছে। পরে সেই সময়সীমা আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এবার আর উপায় নেই। আধার লিংক না করালে বন্ধ হবে অ্যাকাউন্ট, সময় নির্দিষ্ট করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যান সংযুক্তিকরণের সময়সীমা কাজ ৩১ ডিসেম্বরের মধ্যে করে ফেললেই ভালো যদি তা একান্ত সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই ৩১ মার্চের মধ্যে করে ফেলতেই হবে।
আরও পড়ুন: বিহারে মোদি ম্যাজিকের জয়… গদিতে ফের নীতীশ কুমার
মঙ্গলবার ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) ৭৩তম বার্ষিক সাধারণ সভায় ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, এবার চেষ্টা করতে হবে ব্যাংকগুলিকে যাতে ৩১ ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং প্যান সংযুক্তিকরণের কাজ শেষ করা যায়। আর সেটা যদি সম্ভব না হলে এই সময়সীমা ৩১ মার্চের মধ্যে অবশ্যই করতে হবে। এদিন আত্মনির্ভর ভারত গড়ার ডাককে সামনে রেখে ভাষণে ডিজিটালদের দিকে জোর দেন নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী বলেন, ডিজিটালের দিকে গ্রাহকদের আরও উৎসাহিত করতে হবে।