fbpx
দেশহেডলাইন

আপ-এর পঞ্জাব জয়, কেজরিকে নিয়ে ‘প্রধানমন্ত্রী’ হওয়ার স্বপ্ন দেখছে দলের কর্মীরা

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ পঞ্জাব জয়ে বড়সড় সাফল্য তুলে ধরল আপ। বলা যায় দিল্লির পর এবার নিজের জায়গা পঞ্জাবে পাকাপোক্ত তুলতে কম কসুর করেননি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এবার তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তার দলের সদস্য কর্মীরা। প্রধানমন্ত্রী হওয়ার লড়াইতে জায়গা করে নিতে গেলে দ্বিতীয় কোনও রাজ্যের শাসন ক্ষমতায় আশা যে কোনও দলের জন্য জরুরি। আর এবার পঞ্জাবে জয়ের পর সেই পথই প্রশস্ত হল আম আদমি পার্টির। উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে বিজেপি জয়-জয়কার হলেও পঞ্জাবে আপ তাদের অধিকার কায়েম করেছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে আম আদমি পার্টি। তার পরেই আনন্দে উচ্ছ্বসিত পার্টি কর্মীরা। আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা রাঘব চাড্ডা দাবি করলেন, আগামী দিনে গোটা দেশের দায়িত্ব সামলাবেন অরবিন্দ কেজরিওয়াল। চাড্ডার দাবি, আম আদমি পার্টি এখন আর শুধুমাত্র আঞ্চলিক দল নয়। তারা এখন জাতীয় শক্তি। আগামিদিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব যাবে অরবিন্দ কেজরিওয়ালের কাঁধে।

প্রধানমন্ত্রী মোদী গতকালই তাঁর ভাষণে জানিয়ে দিয়েছেন পঞ্জাবেও নিজের ক্ষমতা গড়ে তুলবে বিজেপি।

মনে করা হচ্ছে, আম আদমি পার্টি পঞ্জাবের মহিলা ও যুবদের বড় অংশের সমর্থন পেয়েছে। যুব সমাজেও প্রভাব পড়েছে আপ প্রচার। প্রচার জনসমর্থন কুড়িয়েছে তারা। ভগবান মান-এর মুখ্যমন্ত্রী হওয়া এখানে প্লাস ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। মানের স্বচ্ছ ভাবমূর্তি, আপকে মানুষের কাছে আরও পৌঁছে দিয়েছে।

Related Articles

Back to top button
Close