কৃষকদের নিয়ে কলকাতা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি আব্বাস সিদ্দিকীর

ফিরোজ আহমেদ, ভাঙড়: কৃষক আন্দোলনের সমর্থনের পাশাপাশি এবার বাংলার কৃষদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে কলকাতা অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। শনিবার ভাঙড়ের ভরা সভা থেকে তিনি হুংকার দিয়ে বলেন, “এই তৃণমূল সরকার কৃষক বিরোধী।আগামী দিন বাংলার কৃষকদের নিয়ে কলকাতা স্তব্ধ করে দেব।”
শনিবার ভাঙড়ের ভুমরু গ্রামে একটি ইসলামী জলসায় বক্তব্য দিতে আসেন আহলে সুন্নাতল জামাতের কর্ণধার তথা পীরজাদা আব্বাস সিদ্দিকী।আব্বাসের আগমনের খবরে শুনে কার্যত জনতার ঢল নামে সভা স্হলে।ভাঙড়ের বিভিন্ন যায়গা থেকে এই সভায় হাজির হন আব্বাসের অনুগামীরা। এদিন আব্বাস বলেন,”মতুয়া, আদিবাসী সহ মুসলিম ভোট এক করে আমরা রাজনীতির ময়দানে নামছি। ২০২১ সালে এই তৃণমূল সরকারের পতন নিশ্চিত।” তিনি হুংকার দিয়ে বলেন,”আমরা সরকারে আসছি।কৃষকের স্বার্থে আমরা কাজ করব।” এর পর তিনি তৃণমূল সরকার কে তোপ দেগে বলেন, “এই তৃণমূল সরকর কৃষক বিরোধী। কেন না সামনে বলছে আমরা কৃষকদের পাশে আছি।আর ওদিকে ধর্মঘটে পুলিশ দিয়ে মারধর করছে।”
তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমরা ইতিমধ্যে কৃষকদের নিয়ে আন্দোলন শুরু করে দিয়েছি।আগামীতে কলকাতা স্তব্ধ করে দেব।” এদিন তিনি উপস্থিত জনতার উর্দেশে বলেন, “আমার সঙ্গে থেকে লড়াই করতে হলে কেস খেতে হতে পরে এমনকি জেলে ও জেতে হতে পারে।” তিনি জানান, “ব্রিগেডে জমায়েত করতে হবে।পুলিশ বাঁধা দিলে ভাঙড় থেকে হেটে হেটে মিছিল করে যাওয়া হবে।”
ভোট সন্ত্রাস রোখার জন্য এদিন গ্রামে গ্রামে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেন পীরজাদা।তিনি বলেন, “গ্রামের বয়স্ক ব্যাক্তি সহ আলেম ওলামা দের নিয়ে গ্রামে গ্রামে বৈঠক করুন এবং মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে তার জন্য নিজেরা জোট বাঁধুন।” আব্বাস এদিন আক্ষেপের সঙ্গে বলেন, “শাসকের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামতেই আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দেওয়া হচ্ছে, এমনকি তাদের জেলেও ভরা হচ্ছে।”আগামীতে তাকেও জেলে ভরা হতে পারে বলে এদিন তিনি জানান।যদিও তিনি বলেন, “ন্যায়ের পক্ষে আমি জেল খাটতে রাজি আছি।”তিনি হুশিয়ারি দিয়ে বলেন, “আজ বাংলায় একটা আব্বাস সিদ্দিকী নয় ,হাজার হাজার লাখো লাখো আব্বাস সিদ্দিকী তৈরি হয়ে গিয়েছে।”