প্রাতঃভ্রমণে বেরিয়ে বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন যুব তৃণমূলের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: প্রাতঃভ্রমণে বেরিয়ে দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন যুব তৃণমূলের জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক। মঙ্গলবার দিনহাটা শহরের সংহতি ময়দান থেকে যুব তৃণমূলের জেলা সভাপতি কর্মী-সমর্থকদের নিয়ে তার এই জনসংযোগ কর্মসূচি শুরু করেন। এদিন যুব তৃনমূলের এই প্রভাতী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি জাকারিয়া হোসেন, জেলা সাধারণ সম্পাদক সাবির সাহা চৌধুরী, দিনহাটা শহর ব্লক সভাপতি মৌমিতা ভট্টাচার্য, প্রসেনজিৎ ভৌমিক,দিনহাটা এক বি ব্লক সহ সভাপতি আনন্দ বর্মন প্রমুখ। তিনি তৃণমূলের বর্ষীয়ান বেশ কয়েকজন নেতার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। এদিন যুবনেতা প্রবীণ কংগ্রেস নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফজলে হকের শারীরিক খোঁজ নিতে তার বাড়িতে যান। তার সাথে কুশল বিনিময়ের পর তৃণমূলকে শক্তিশালী করতে দলে যোগদানের জন্য আবেদন করেন।
আরও পড়ুন: পাখির চোখ ২০২১ বিধানসভা, ছটপুজোয় বিজেপি’র লাউ বিলি
শহরের বিভিন্ন এলাকায় দলের পুরোনো কর্মীদের পাশাপাশি রাস্তার ধারে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে গিয়ে দলনেত্রীকে আশীর্বাদ করার কথা বলেন যুব নেতৃত্ব। তৃণমূল যুব জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করার কথা বলেন। প্রবীন কংগ্রেস নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফজলে হক যুব নেতা কোচবিহার জেলা নিয়ে তিনি অভিজিত দে ভৌমিক এর সামনেই বিরক্ত প্রকাশ করেন। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাল সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন। এদিন বর্ষিয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী ফজলে হক এর সঙ্গে দেখা করার পর তৃণমূলের যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, এদিন দিনহাটায় প্রাতঃভ্রমণ কর্মসূচিতে এসে প্রবীণ কংগ্রেস নেতা ফজলে হক এর সঙ্গে দেখা হল। তার শারীরিক খোঁজখবর নিলাম। তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম।মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে তাঁর সহযোগিতা চেয়েছি।