fbpx
কলকাতাহেডলাইন

কয়লা পাচার মামলায় আজ ইডির দফতরে হাজিরা অভিষেকের 

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কয়লা পাচার মামলায় আজ ইডির দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে তিনি হাজিরা দেবেন কিনা এই জল্পনা শুরু হয়েছে। এর আগেও অভিষেককে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সামনে জেরার মুখে বসতে হয়েছে। এবার তিনি আসেন কিনা সেটাই এখন দেখার। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের দিনেই অভিষেককে তলব করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরের দিনই অভিষেককে সমন পাঠায় ইডি। এই নিয়ে রাজনীতিজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। তবে ইডির দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত ২৮ আগস্ট সমন পাঠানো হয়েছে।

কয়লা পাচার মামলায় এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করেছিল ইডি। তার বাড়িতে গিয়েও তাকে জেরা করা হয়। আজ সেই সব তথ্য মিলিয়ে দেখা হবে অভিষেকের বয়ানের সঙ্গে। ইডি সূত্রে আরও খবর, অভিষেককে কয়লাপাচার ও বিনয় মিশ্র সম্পর্কিত প্রশ্নের মুখে পড়তে হতে পারে।কয়লা পাচার মামলায় অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে সমন পাঠানো হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ইডির কলকাতা অফিসে তার হাজিরা দেওয়ার কথা।

 

 

 

Related Articles

Back to top button
Close