নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বোমা কারখানার তথ্য থাকলেও পরিযায়ী শ্রমিকের নেই। কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সোশ্যাল মিডিয়ায় টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিলেন তৃণমূল সাংসদ তথা যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘এটা বিড়ম্বনার যে বোমা কারখানাগুলির তথ্য থাকে, কিন্তু পরিযায়ী শ্রমিকদের তথ্য নিয়ে প্রশ্ন উঠলে কেন্দ্রের বিজেপি সরকার নির্বিকার!’
উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় বোমা তৈরীর কারখানা নিয়ে মুখ খুলে ছিলেন। আর তাতেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে পাল্টা আক্রমণ করলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য রাষ্ট্রপতির শাসন দ্বারা আপনি কীভাবে বাংলার মানুষকে হুমকি দিচ্ছেন? এটা জঘন্য জরিপ প্রচার! সর্বশেষে তিনি অমিত শাহকে কটাক্ষ করে বলেন, ‘ব্যাঙ্গালআরেক্টস টানাশাহ’।