স্বতঃপ্রণোদিত মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে হওয়া স্বতঃপ্রণোদিত মামলার আর্জি খারিজ করে দিল হাইকোর্ট।
সম্প্রতি শুভেন্দু গড়ে সভা করতে যান অভিষেক। সেখানে গিয়ে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি বিচারব্যবস্থা তুলেও কথা বলতে শোনা যায় তাকে। সেখানে অভিষেককে বলতে শোনা যায়, ‘আমার বলতেও লজ্জা লাগে, বিচার-ব্যবস্থায় এক জন দু’জন এমন আছেন, যাঁরা তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্থগিতাদেশ দিতে পারেন না।’’
হাই কোর্টে অভিষেকের বক্তব্য শোনানো হয়। সেখানেই বিচারপতিরা প্রশ্ন করেন, ”বিচারপতিদের এক শতাংশ বলতে কী বোঝানো হয়েছে? হাই কোর্টে ৪১ জন বিচারপতি, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা তো পরিষ্কার হওয়া দরকার। ১ শতাংশ বলে কিছু হয় না।” উল্লেখ্য, মামলকারী সুস্মিতা সাহা দত্ত অভিষেকের বক্তব্যের পেন ড্রাইভ জমা দেন হাই কোর্টে।
এর পরেই আদালতের তরফ থেকে অভিষেককে সতর্ক করা হয়। জনস্বার্থের কথা ভেবে অভিষেককে সতর্ক থাকতে বলা হয় আদালতের তরফে।