fbpx
কলকাতাহেডলাইন

ব্যাঙ্ককগামী বিমানে উঠতে বাধা, কলকাতা এয়ারপোর্টে আটকানো হল অভিষেকের শ্যালিকাকে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: কলকাতা বিমানবন্দরে বিমানে উঠতে বাধা দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। শনিবার তাকে মেনকাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে আটকান বলে সূত্রের খবর। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন ৬টা ৪৫ নাগাদ বিমানবন্দরে যান মেনকা। রাত ৯টা ১০-এর বিমানে ব্যাঙ্ককে যাওয়ার কথা ছিল তাঁর। এদিকে কয়লা পাচার সংক্রান্ত মামলায় ইডি তাঁকে তলব করেছে। তাই তাঁকে বাধা  দেওয়ার পাশাপাশি খবর দেওয়া হয় ইডিকেও। প্রায় ২ ঘণ্টা বিমান বন্দরে বসেছিলেন তিনি। মেনকাকে জিজ্ঞাসা করা হয় তিনি কোথায় যাচ্ছেন? তারা পর তাকে বিমানে উঠতে দেননি অভিবাসন দফতরের আধিকারিকরা।

কয়লা পাচার সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়, তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও ইতিমধ্যেই একাধিকবার নোটিস পাঠিয়েছে ইডি।

কয়লাপাচার মামলায় মেনকা গম্ভীরকে গত ৫ সেপ্টেম্বর কলকাতায় ইডির অফিসে তলব করা হয়। পরে ইডির তরফে জানানো হয়, আজ তাকে হাজিরার জন্য ডাকা হয়নি। পরে হাজিরার দিন জানিয়ে দেওয়া হবে। কয়লা পাচার কাণ্ডে এই নিয়ে তিন হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেকের ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, অভিষেক প্রয়োজনে বাইরে যেতে পারেন। তবে মেনকা গম্ভীর এরকম কোনও আবেদন নিয়ে আদালতে যাননি বলেই সূত্রের খবর। তাঁর কাছে এরকম কোনও অনুমতি নেই কোর্টের। তাই এদিন বিমান বন্দরে অভিবাসন দফতর তাঁকে বিমানে উঠতে বাধা দেয়। ইডিকেও জানানো হয় বিষয়টি। এরপরই ব্যাঙ্কক যাত্রা থেকে বিরত করা হয় তাঁকে। সূত্রের খবর, ইডির স্পষ্ট নির্দেশ ছিল মেনকা যেন রাজ্যের বাইরে না যান। সোমবার ফের তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

Related Articles

Back to top button
Close