কলকাতাশিক্ষা-কর্মজীবনহেডলাইন
প্রতিষ্ঠা দিবসের দিনেই নিট এবং জয়েন্ট পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন ছাত্র পরিষদের

অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: বুধবারই অবিজেপি ৭ টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিট এবং জয়েন্ট পরীক্ষা স্থগিত রাখার দাবিতে একত্রে সুপ্রিম কোর্টে যাওয়ার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই একই প্রসঙ্গে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ করার সিদ্ধান্ত নিল তৃণমূল ছাত্র পরিষদ। আগামীকাল অর্থাৎ ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন গান্ধী মূর্তির পাদদেশে এক ঘন্টা অবস্থান-বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
ইতিমধ্যেই করোনা আবহে যাতে নিট এবং জয়েন্ট পরীক্ষার না হয় তা নিয়ে দুবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে টুইটও করেছেন তিনি। পুরো পরীক্ষার বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। এর মধ্যেই গতকাল অর্থাৎ বুধবার বিজেপি 7 টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে সভাপতিত্ব করতে দেখা যায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে। ওই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকি সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রী দের একত্রে জোট বেঁধে সুপ্রিমকোর্টে পরীক্ষা স্থগিত করার আবেদন জানানোর জন্য প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হন ওই সাত রাজ্যের মুখ্যমন্ত্ররাও।
এর ঠিক ২৪ ঘণ্টা কাটার আগেই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে জানানো হয় আগামীকাল তাদের প্রতিষ্ঠা দিবসের দিনে আন্দোলন শুরু করছেন তারা। আগামীকালের আন্দোলনে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন নিজের কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়াল ভাষণ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকালের তার ভাষণে ছাত্রদের প্রতি রাজনৈতিক বার্তা দেওয়ার পাশাপাশি নিট ও জয়েন্ট পরীক্ষা স্থগিত করার বিষয়ে আগামী দিনে কি কি কর্মসূচি নেওয়া যেতে পারে সেই ইস্যু উঠে আসতে পারে বলেও খবর দলীয় সূত্রে। ইতিমধ্যেই বিজেপির কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হয়ে রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টে দরবার করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আগামীকাল থেকে রাজ্যজুড়ে ও যে সেই একই কর্মসূচি শুরু হবে তার ইঙ্গিত দিচ্ছে আগামীকালের আন্দোলন।