fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সাংবাদিক অর্ণব গোস্বামীর নিঃশর্ত মুক্তির দাবিতে উদ্ভব ঠাকরের কুশপুত্তলিকা দাহ করল ABVP  

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : সাংবাদিক অর্নব গোস্বামীর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ কৃষ্ণনগর শহরে পথে নামলো এবিভিপি। জনবহুল কৃষ্ণনগর শহরের প্রানকেন্দ্র পোস্ট অফিস মোড়ে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন সহ পথ অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছিল অসংখ্য কর্মী সমর্থক সহ পথচলতি জনতা।

            আরও পড়ুন: দীপাবলি ও ছট উপলক্ষ্যে একগুচ্ছ উৎসব স্পেশাল দক্ষিণ পূর্ব রেলের

শুক্রবার থেকেই এবিভিপি-র কর্মী সমর্থকেরা জড়ো হতে থাকে কৃষ্ণনগর শহরের মুখ্য ডাকঘর প্রাঙ্গণে। পথচলতি জনতা সহ কৃষ্ণ নাগরিকবৃন্দের অনেকেই আজ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসে এ,বি,ভি,পি-র এই কর্মসূচি কে সমর্থন জানাতে সামিল হন। পথ অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচিতে এ,বি,ভি,পি নেতৃত্ব মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা সহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে।

Related Articles

Back to top button
Close