নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনার পর আম্ফান মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পশ্চিমবঙ্গ শাখা। মঙ্গলবার এবিভিপি পক্ষ থেকে এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় করোনার মত আম্ফান মোকাবিলাতেও তারা সাধারণ মানুষের পাশেই আছেন। যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাই বাংলার সাধারণ মানুষের কথা ভেবে ঘূর্ণিঝড় সম্পর্কিত যে কোনও সমস্যার জন্য পশ্চিমবঙ্গ এর পক্ষ থেকে জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বর খোলা হয়েছে।
সকল সাধারণ মানুষের কাছে অনুরোধ করা হচ্ছে আপনারা সতর্ক থাকুন সাবধানে থাকুন। করনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই হঠাৎ করে মাথাচাড়া দিয়েছে ঘূর্ণিঝড় আম পান। যা উপকূলবাসীদের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
যেখানে অন্যান্য ছাত্র সংগঠনগুলো এখনো এ বিষয়ে কোনো বিবৃতি জানায়নি সেখানে এবিভিপি এই আবেদন সভাপতি সাধারণ মানুষের মন জয় করে নেবে।