শিক্ষাব্যবস্থাকে কলুষিত করছে বর্তমান সরকার: এবিভিপি রাজ্য সম্পাদক

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: তৃণমূল সরকার রাজ্যের শাসন ক্ষমতা গ্রহণ করার পর থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর চরম নৈরাজ্য সৃষ্টি করে চলেছে।অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রথম থেকেই এর প্রতিবাদ করে আসছে, এই পরিস্থিতি কাটাতে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন শিক্ষার পরিবেশ গড়ে তোলা প্রয়োজন, বুধবার এই মর্মে প্রতিবাদের আহ্বান জানালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর রাজ্য সম্পাদক সুরঞ্জন সরকার।
বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নগর ইউনিট এর পক্ষ থেকে কোলাঘাটে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন জ্ঞান, চরিত্র,এবং একতাকে সামনে রেখে বাংলাকে সোনার বাংলায় রূপ দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের মুখ্য ভূমিকা নিতে হবে। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ প্রয়াসই যে এর সাফল্য আনতে পারে বলে দাবি করেন তিনি।এদিনের অনুষ্ঠানে প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উপস্থিত অন্যান্য নেতৃত্বের মধ্যে ছিলেন রাজ্যের সহ-সম্পাদক পার্থসারথি পন্ডা, পূর্ব মেদিনীপুর জেলার সংযোজক চন্দ্রশেখর পড়্যা সংযোজক দিব্যেন্দু সামন্ত, জেলার সোশ্যাল মিডিয়ার প্রমুখ শুভ চক্রবর্তী সহ অন্যান্যরা।