ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত্যু বাইক আরোহীর

জয়দেব অধিকারী, মেখলিগঞ্জ: চ্যাংড়াবান্ধায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।ঘটনায় শোকের ছায়া এলাকায়।
জানা গিয়েছে, বুধবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় গুরুতর আহত হয় বাইক আরোহী।ঘটনার পরেই স্থানীয়রা বাইক আরোহীকে চ্যাংড়াবান্ধা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।তবে পরিবার মৃতের সূত্রে জানা গেছে হাসপাতালে পৌছানোর আগেই রাস্তাতেই তার মৃত্যু হয়।
এদিন এই ঘটনাকে কেন্দ্রে করে উত্তেজিত জনতা পেট্রোল পাম্প সংলগ্ন রেল ওভারব্রিজের নিকট সার্ক রোড বিক্ষোভও দেখান।এবং পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মেখলিগঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী।এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে মৃত বাইক আরোহীর নাম কাওছার আলম। বাড়ি মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ির পাকাকব্বর এলাকায়।ওই যুবক চ্যাংড়াবান্ধা জিরো পয়েন্টে সি & এফ এর কাজ করতেন।যুবকের এই মৃত্যু ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।