জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে গোটা পরিবার, গুরুতর আহত ৫

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: সাত সকালেই পথ দুর্ঘটনার কবলে গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডির বালিভাসায় ৬নং জাতীয় সড়কের উপর।
পুলিশ সূত্রে খবর, সোমবার একটি মারুতিতে চেপে একটি পরিবার বালিভাষা থেকে স্বপরিবারে গুপ্তমনী মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে যাচ্ছিল। জাতীয় সড়কে ওঠার কিছু আগেই দুধকুন্ডির কাছে একটি লরির সাথে মারুতিটি মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় মারুতিটির সামনের দিক পুরো দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মারুতির চালক, দুই শিশু সহ পরিবারের মোট ৬ জন গুরুতর আহত হন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে মাফিয়ারাজ চলছে, মুখ্যমন্ত্রীর হিম্মৎ নেই সিবিআই চাওয়ার: দিলীপ ঘোষ
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ এসে উপস্থিত হয় এবং আহতদের সবাইকে ঝাড়গ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। লরিটিকে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ আটক করেছে ।