যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল এক পরিযায়ী শ্রমিক বোঝাই বাস। ঘটনার জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওরিশায়।
সূত্রের খবর, খুরদা জেলার কুহুদির কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি হয়। লকডাউনের জেরে হায়দরাবাদে আটকে পড়া ওড়িশার একদল পরিযায়ী শ্রমিককে নিয়ে বাঁকি যাচ্ছিল বাসটি। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় বাসের চালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দু জন। বাসটির সামনের অংশ ভেঙে দুমড়ে গিয়েছে।