নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মেরে উল্টে গেল বাইক

নিজস্ব প্রতিনিধি,পটাশপুর (পূর্ব মেদিনীপুর): রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে গেল বাইক।দুর্ঘটনার পর বাইক চালক সহ ওই মহিলাকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রের ভর্তি করে স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের জয়কৃষ্ণপুর বাজার সংলগ্ন এলাকায়।পুলিশ জানিয়েছে আহত মহিলার নাম সুপর্ণা সামন্ত(৩০), তার বাড়ি জয়কৃষ্ণপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক মহিলা চাষের কাজ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে চাষের জমি দেখছিলেন। ঠিক ওই সময় খড়াই মোড় থেকে আসা প্রতাপদীঘি গামী একটি দ্রুত গতির মোটরবাইক এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই মহিলাকে ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে যায়।এরপর স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ছুটে এসে আহত মহিলা ও বাইক চালককে উদ্ধার করে প্রথমে পটাশপুরে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ভর্তি করেন। অবস্থায় অবনতি হলে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পটাশপুর থানার ওসি চন্দ্রকান্ত শ্যাসমল বলেন, দুর্ঘটনাগ্রস্ত এলাকা থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঠিক কারনে দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত গতিতে বাইকটি থাকার কারণে দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।